একটা বিবস্ত্র সমাজের উলঙ্গ শিক্ষাব্যবস্থায় নগ্ন হয়ে বারবার মাটিতে আছড়ে পড়বে স্বপ্নদীপ।কোনও অন্যায়ের প্রতিবাদের ভূমি হিসেবে জানতাম যাদবপুর বিশ্ববিদ্যালয়কে, সে যত বাইরের বিষয় নিয়ে প্রতিবাদ করেছে তার একশতাংশ প্রতিবাদও যদি নিজের অন্ধকারের বিরুদ্ধে করত তাহলে এই দ্বিচারিতার কালিমা, এই বিশ্বাসভঙ্গের আঘাত তাকে সইতে হত না। এখন অনেকেই কলেজে, বিশ্ববিদ্যালয়ে কিংবা হোস্টেলে নজরদারি ক্যামেরা বসানোর কথা বলছেন, ক্যাম্পাসে ক্যাম্পাসে নজরদারি চোখ বসালে কী র্যাগিংস্পৃহা কমবে?
by সম্রাট সেনগুপ্ত | 14 August, 2023 | 1703 | Tags : Jadavpur University Ragging Sapnadeep Kundu Mental Torture